লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা কবে ঢুকবে
রাজ্য সরকার প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পমালার সাম্প্রতিক সংযোজন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারগুলিকে সাহায্য করার জন্য সরকারের এই প্রকল্প মূলত প্রত্যেক মাসে টাকা তুলে দেই দরিদ্র পরিবারের মহিলাদের হাতে। তার জন্য আবেদন করতে হয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প।
সেপ্টেম্বর ২০২২ রাজ্য সরকার উল্লেখ করেছে, এই পুজোর আগে এই মাসে কোন তারিখে কখন যে যে প্রকল্প গুলি আছে সেগুলো টাকা দেয়া হবে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে।
বেতন অনুদান সাম্মানিক পারিশ্রমিক চলতি মাসে 28 এবং 29 এর মধ্যে দেওয়া হবে।
আবার অক্টোবর মাসে টাকা দেওয়া হবে ২১ তারিখে।
রাজ্য সরকারের অবসর প্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ২৯ শে সেপ্টেম্বর।
এছাড়া যারা জয় জোহার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা যাদের পেনশন আছে তাদের টাকা দেয়া হবে নভেম্বরের শুরুতে পেনশন ঢুকবে।
জয় বাংলা লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা ২৬ শে সেপ্টেম্বর ঢুকবে একাউন্টে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন