এবার দুয়ারে পশুচিকিৎসকও পরিষেবা মিলবে কলকাতা সহ বিভিন্ন জেলায়

 


এবার দুয়ারে পশুচিকিৎসকও
পরিষেবা মিলবে কলকাতা সহ বিভিন্ন জেলায়


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবেন পশুচিকিৎসক। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও এই পরিষেবা মিলবে।



মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথ জানান, দু’টি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে: ১৯৬২ এবং ১৮০০৩৪৫৫৫৭৩। ফোন করা যাবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এই নম্বরের জন্য একটি কল সেন্টার খোলা হয়েছে বিধাননগরে এই বিভাগের সদর দপ্তরে। সেখানে ফোন করে রাজ্যের যেকোনও প্রান্ত থেকে প্রাণী চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের অনুরোধ করা যাবে। ফোন করে নিজ ব্লক এবং গ্রামের নাম জানাতে হবে। সঙ্গে সঙ্গে ব্লকে নিযুক্ত দপ্তরের আধিকারি঩কের কাছে নির্দেশ যাবে, আবেদনকারীর বাড়িতে পশু চিকিৎসক পাঠানোর জন্য। 

একই সঙ্গে প্রতিটি জেলার জন্য ভ্রাম্যমাণ পশুচিকিৎসা যান চালু করা হয়েছে। এই মুহূর্তে এই ধরনের যান রয়েছে ১০৬টি। আরও ২২৬টি যান নামানো হবে। এগুলিকে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বা মোবাইল ভেটেরিনারি ইউনিট বলা হয়। রাজ্যের ৩৪৪টি ব্লকেই এসব যান পৌঁছবে।  বেলগাছিয়া এবং বিধাননগরে বিভাগের সদর দপ্তরে পোষ্যদের জন্য অত্যাধুনিক প্যাথলজি এবং অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে। শহরের বাসিন্দারা চিকিৎসার জন্য পোষ্যদের সেখানে নিয়ে যেতে পারেন। তবে অনেকের পক্ষেই গাড়ি করে পোষ্যদের সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আবেদনকারীর বাড়িতেই পশুচিকিৎসক পাঠানোর ব্যবস্থা চালু করা হচ্ছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং ও মালদহসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পশুদের জন্য মোট ১০টি পলিক্লিনিক চালু করা হয়েছে। 



মন্তব্যসমূহ