খাদ্য দপ্তরে নিয়োগ

 খাদ্য দপ্তর নিয়োগ

পশ্চিমবঙ্গে যেভাবে বেকার সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে তার মধ্যে নিয়োগ সংখ্যা সব থেকে কম এই মধ্যে দিয়ে খাদ্য দপ্তরে ৫০৪৩ টি ভেকেন্সি বা শূন্য পদ বেরিয়েছে। আপনি যদি বাড়িতে বেকার বসে থাকেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আবেদন করতে গেলে যে যে যোগ্যতা গুলো প্রয়োজন ।


বেতন:- ৩৪০০০ টাকা থেকে শুরু সর্বনিম্ন ২৮০০০ হাজার টাকা।

আবেদন:-এই আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে,

কি কি ডকুমেন্ট লাগবে:-

●আধার কার্ড/ভোটার কার্ড/পানকার্ড

●মার্কশিট বা সার্টিফিকেট

●এক কপি ছবি singneture 

ছবি টা 50 kb হতে হবে এবং singneture হতে হবে 20kb


যোগ্যতা:পদঅনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে

বয়স:-এই খানে আবেদন করতে হলে সর্বাধিক 28 বছর বয়স হতে হবে এছাড়া এস সি এবং এসটি প্রার্থীদের পাঁচ বছর ও obc তিন বছর ছাড় দেওয়া হয়েছে।

কর্মী নিয়োগ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে 100 নম্বর এরপর , পরীক্ষায় পাস করলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।


আবেদনের সময়সীমা। 

এখানে আবেদনের সময়সীমা ধার্য করা হয়েছে 5/10/ 2022

মন্তব্যসমূহ