প্রাইমারি পরীক্ষা ১১ ডিসেম্বর

এবারে প্রাইমারি পরীক্ষার মোট শূন্য পদ রয়েছে ১১ হাজারেরও বেশি নিয়োগ হবে স্বচ্ছভাবে এবার প্রার্থী বাছাই জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও পেশাগত যোগ্যতার জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকবে। বিভাজন কিভাবে হবে তা পরে জানানো হবে এবার ইন্টারভিউ ভিডিওগ্রাফি হবে ।এন সি টি ই নিয়ম অনুযায়ী নিচের 


অন্তত যেকোনো একটি যোগ্যতা থাকলে প্রাইমারি টিচার পদের টেট পরীক্ষার জন্য যোগ্য(1) মোট অন্তত ৫০% নাম্বার পেয়ে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা, (ডি এল এড )কোস পাস হলে (২)মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি (বি এল এড )কোস পাস হলে (৩)মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোন শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন )এর দু বছরে যে কোন শাখায় এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে,(৫) মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোনো শাখায় গেজুয়েটরা বিএড কোর্স পাস হলে মোট অন্তত ৫৫ পার্সেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখায় পোস্ট গ্রেজুয়েটরা ইন্টিগ্রেটেড বিএড এম এড কোর্স পাস হলে এক্ষেত্রে এন সি টি ই নতুন নিয়ম অনুযায়ী চাকরি পাওয়া দু'বছরের মধ্যে ছয় মাসের এলিমেন্টারি এডুকেশনের ব্রিজ কোর্স পাস হতে হবে) সব ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কত তারিখে হিসাবে বয়স গুনতে হবে তা মূল বিজ্ঞপ্তিতে থাকবে। তপশিলি পাঁচ বছর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ও প্রতিবন্ধী যথারীতি বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এর মাধ্যমে ১৫০ নম্বরের এই টেট হবে, সারা রাজ্য একই দিনে ১১ই ডিসেম্বর কোন কোন বিষয়ে কত নম্বর থাকবে তা মূল বিজ্ঞপ্তিতে জানানো হবে ।দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে: www.wbsed.gov.in , www.wbbpe.org এইজন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে তখন পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার ক্যান করে নেবেন দরখাস্ত করার পর পরীক্ষাথি বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে দিতে হবে কবে থেকে দরখাস্ত নেয়া হবে তা বিস্তারিত তথ্য পাবেন মূল বিজ্ঞপ্তিতে কিংবা উপরে ওয়েবসাইটে।

মন্তব্যসমূহ