প্রাইমারি পরীক্ষা ও ইন্টারভিউ জানানো হলো

 


অবশেষে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত দু’টি বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট-এ বসা এবং ইতিমধ্যেই উত্তীর্ণদের ইন্টারভিউয়ে বসার বিজ্ঞপ্তি বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে। পুজোর আগে এই জোড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রার্থীদের মুখে স্বভাবতই স্বস্তির হাসি ফুটবে এই খবরে। পুজোটা আরও বেশি আনন্দমুখর হবে। প্রসঙ্গত, ১১ ডিসেম্বর টেট নেওয়ার কথা আগেই ঘোষণা করেছে পর্ষদ।

১৪ অক্টোবর টেট-এ বসার অনলাইন ফর্ম জমা নেওয়ার তথ্য প্রকাশ করবে পর্ষদ। জেনারেল ক্যাটিগরির প্রার্থীদের আবেদন করতে ১৫০ টাকা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্র বিশেষে তা ১০০ টাকা এবং ৫০ টাকা। শুধুমাত্র অনলাইনেই সেই টাকা জমা দেওয়া যাবে। উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং দু’বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড কোর্স উত্তীর্ণ হলে টেট-এ বসা যাবে। এছাড়া, কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই এবং অন্যান্য সরকারি সংস্থার গাইডলাইন অনুযায়ী এর বিকল্প শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। টেট-এ উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, টেট-এ উত্তীর্ণ হওয়া মানেই শিক্ষকতার চাকরির অধিকার অর্জন নয়। সেটি চাকরি পাওয়ার প্রাথমিক মাপকাঠি মাত্র।


১১ হাজারের বেশি শূন্যপদের কথা আগেই ঘোষণা করেছে পর্ষদ। তাতেও নিয়োগ হবে। ইতিমধ্যেই যাঁরা টেট-এ উত্তীর্ণ এবং অবশ্যই ডিএলএড পাশ করেছেন, তাঁরা ইন্টারভিউয়ে বসার জন্য আবেদন জানাতে পারবেন। তার জন্য ২০০ টাকা ফি ধার্য করা হয়েছে। ২১ অক্টোবর থেকে www.wbbpe.org এবং http://wbbprimaryeducation.org ওয়েবসাইট দু’টিতে অনলাইনে আবেদন করা যাবে। সমস্ত তথ্য খতিয়ে দেখার পর প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তবে, বহু প্রার্থী আবেদন জানিয়েছিলেন, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর থেকে বাড়ানো হোক। কারণ, তাঁরা যখন টেট উত্তীর্ণ হয়েছিলেন, তখন তাঁদের বয়স অনেক কম ছিল। সেই দাবি অবশ্য এখনও মানেনি সরকার। প্রসঙ্গত, চাকরি পাওয়ার পর এই শিক্ষকদের বেসিক পে হবে ২৮ হাজার ৯০০ টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ এবং অন্যান্য অ্যালাওয়েন্স যোগ হবে।

মন্তব্যসমূহ