Pradhan Mantri Kushal Vikas Yojona/Rail free traning course
Indian Railways Techinal Training: ফ্রি-তে টেকনিক্যাল ট্রেনিং দিচ্ছে রেল, চাকরির সুযোগ, কীভাবে আবেদন?
Indian Railways Free Techinal Training: নিখরচায় প্রযুক্তি প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় রেল। ট্রেনিং শেষে পাবেন সার্টিফিকেট। কীভাবে কোথায় আবেদন করতে হবে?
শুরু হয়েছে রেল কৌশল বিকাশ যোজনা।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বরে সূচনা।
দশম শ্রেণি পাশ করলেই এই ট্রেনিং নেওয়া যাবে।
যাত্রী ও পণ্য পরিবহণ ছাড়াও হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় রেল। প্রশিক্ষণ পর চাকরির সম্ভাবনা বাড়ে। কর্মহীন যুবকদের রোজগারের জন্য প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে রেল। শুরু হয়েছে রেল কৌশল বিকাশ যোজনা (Rail Kaushal Vikas Yojana)। রেলের প্রতিটি জোনে চলে কর্মশালা। প্রশিক্ষণ শেষ হওয়ার পর শংসাপত্র দেওয়া হয়।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রেল কৌশল বিকাশ যোজনা। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে প্রধানমন্ত্রীর অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অন্তর্গত রেলের এই প্রশিক্ষণ কর্মসূচি।
রেল কৌশল বিকাশ যোজনার মূল উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে হাতেকলমে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া। এতে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে। রেলের ১৭টি জোন এবং ৭টি কারখানায় ৭৫টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। ১৮ কাজের দিনে ১০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৪ সাল পর্যন্ত ৫০ হাজার যুবক-যুবতীকে ট্রেনিং দেওয়ার লক্ষ্য রেলের।
দশম শ্রেণি পাশ করলেই এই ট্রেনিং নেওয়া যাবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৩৫-র মধ্যে। বিনামূল্যে ট্রেনিং দেবে রেল। রেলের বিজ্ঞাপন দেখে অনলাইনে আবেদন করলে প্রশিক্ষণের সুযোগ মিলবে। প্রশিক্ষণের শেষে পাবেন শংসাপত্র।
Detail Youtube video:https://youtu.be/ZlbFot0kwxc
পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানান, রেল কৌশল বিকাশ যোজনায় প্রশিক্ষণ নিতে চাইলে railkvy.indianrailways.gov.in ওয়েবসাইট দেখুন। সেখানে বিশদে সব জানতে পারবেন। অনলাইনে আবেদনের সুযোগও রয়েছে। ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে আগ্রহী প্রার্থীদের।
রেল কৌশল বিকাশ যোজনার অন্তর্গত ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত ৯২ জন প্রশিক্ষণপ্রাপ্তকে শংসাপত্র দিয়েছে পূর্ব মধ্য রেলওয়ে (eastern Central railway)। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইলেকট্রিক লোকোমোটিভ প্রশিক্ষকেন্দ্রে বিভিন্ন ক্ষেত্রে ১৮ জন প্রশিক্ষণপ্রাপ্তকে দেওয়া হয়েছে শংসাপত্র। হরনৌতে রেলের কামরা সারানো ও ওয়েল্ডিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছে ২০জনকে। সেই সঙ্গে সমস্তিপুরের রেল কারখানায় প্রশিক্ষণ পেয়েছেন ১৫ জন। দানাপুরে ১৯ জনকে দেওয়া হয়েছে সার্টিফিকেট। সব প্রশিক্ষণপ্রাপ্তরাই জানিয়েছেন, দারুণ উপকার হয়েছে। আগামী দিনে চাকরি পেতে সুবিধা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন