State bank recruitment
স্টেট ব্যাংকে কয়েক হাজার নিয়োগ দরখাস্ত করবে অনলাইনে ১২ ই অক্টোবর ২০২২ এর মধ্যে
শিক্ষাগত যোগ্যতা:- কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রেজুয়েট হতে হবে ফাইনাল ইয়ার সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা ও দরখাস্ত করতে পারবেন তবে সে ক্ষেত্রে ১১ ডিসেম্বর ২০২২ এর মধ্যে প্রাপ্ত গ্যাজুয়েশনের রেজাল্ট ইন্টারভিউ এর সময়ে দেখাতে হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড একাউন্টেন্ট কোস্ট একাউন্টেন্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেনl
বয়স:- বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে , জন্ম হতে হবে ২/৪/১৯৯২ থেকে ১/৪/ ২০০১ এর মধ্যে তপশিলিরা ৫ বছর ওবিসি রা তিন বছর আর প্রতিবন্ধীরা ১০ বছর ছাড় পাবেন।
বেতন:-মূল মাইনে ৩৬০০০ থেকে ৬৩,৮৪০ টাকা।
শূন্যপদ:-১৬৭৩ টি (জেনারেল ৬৪৮,ওবি সি ৪৬৪,তপসিলি জাতি ২৭০,তপসিলি উপজাতি-১৩১,ই ডব্লু এস,১৬০)এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্দী ১৮ , বধির প্রতিবন্দী ৩৬ , এল ডি ২১, অন্যান্য ৩৯।
প্রার্থী বাছাই:-প্রার্থী বাছাই হবে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে । সফল হলে মেন পরীক্ষা। তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়।
পরীক্ষা তারিখ- ১৭,১৮,১৯,২০ ডিসেম্বর।
পূর্ব ভারতে এই সব জায়গায় কলকাতা, দুর্গাপুর ,হুগলি ,কল্যাণী, শিলিগুড়ি, আসানসোল ,অসম গুয়াহাটি, শিলচর, বিহার শরীফ ,ভাগলপুর,।
পরীক্ষা:-পরীক্ষা হবে অবজেক্টিভ ধরনের ১ ঘন্টায় ১০০ নাম্বার।এই পরীক্ষা পাস করলে মেন পরীক্ষা ডাকা হবে।
আবেদন:-আবেদন শেষ তারিখ ১২ অক্টোবর।
Website:-www.sbi.co.in
Website:-https://ibpsonline.ibps.in/sbiposep22/index.php
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন