রাজ্য মুখ্যমন্ত্রী আরো নয়া দুটি প্রকল্প চালু করলেন৷
রাজ্য মুখ্যমন্ত্রী আরো নয়া দুটি প্রকল্প চালু করলেন৷
রাজ্য মুখ্যমন্ত্রী শুরু করলেন আরও দুটি নয়া প্রকল্প ,আলিপুরদুয়ার থেকে সরাসরি বৃহস্পতিবার ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী তিনি প্রথমে কেন্দ্রকে নিশানা করলেন তিনি বললেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য বিভিন্ন প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে ১০০ দিনের টাকা আবাসের টাকা আপনারা জানেন যে লক্ষী ভান্ডারের টাকা বহু মহিলারা তাদের কে দেয়া হয়ে থাকে এবং অনেকে উপকৃত হয়েছে এবং হচ্ছে তা সত্ত্বেও আমি রাজ্যের টাকে খুব কষ্ট করে চালিয়ে যাচ্ছি ।জনসাধারণ এমনকি তারা রাজ্য পাওনা টাকা তারা নিয়ে চলে যাচ্ছে, বারবার বলা সত্য সেটা কিন্তু আমরা আর পারছি না বা দিচ্ছে না, আমি কারো কাছে ভিক্ষা চাইতে যাব না। আমি আজ আরও দুটি প্রকল্প চালু করলাম তিনি আলিপুর দুয়ারে এক সভা থেকে তিনি বললেন যতটা পারবো না ততটা পারবো না ,কিন্তু চেষ্টা ত্রুটি থাকবে না। কিন্তু মানসিকতা তো থাকতে হবে এই যে ওবিসিদে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র আপনারা জানেন যে এস সি এস টি রা স্কলারশিপ একটা পেয়ে থাকে কিন্তু ওবিসি দের থেকে বঞ্চিত করা হয় তা তাদের কথায় একটা চিন্তাভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তারাও যাতে বঞ্চিত না হয় তা আমরা ব্যবস্থা করেছি। আমরা বলছি ৮০০ টাকা করে দেব নাম দিয়েছি মেধাশ্রী যা ওবিসিদের নাম দেওয়া উচিত "মেধাশ্রী" দিয়েছি টাকা যেহেতু আমরা দেব এছাড়া তিনি আরো উল্লেখ করলেন যে চা শ্রমিকদের জন্য এক বিশেষ প্রকল্প আমি এনেছি যা চা শ্রমিকদের তাদের অভাব অভিযোগের কথা মাথায় রেখে আর একটা প্রকল্প আমি চালু করলাম চা সুন্দরী তারা থাকার জন্য একটা বাসস্থান বাড়ি পাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন