বাড়ি বাড়ি বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করছে সরকার! কী ভাবে আবেদন করবেন
বাড়ি বাড়ি বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করছে সরকার! কী ভাবে আবেদন করবেন
চিন্তা বাড়ল এয়ারটেল এবং জিও’র। বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করে দিচ্ছে সরকার অধীনস্থ টেলিকম সংস্থা বিএসএনএল। সম্প্রতি এই পরিষেবার কথা জানিয়েছে বিএসএনএল। নতুন গ্রাহকদের জন্য এই সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এই অফারের অধীনে আপনিও কোনও ইনস্টলেশন চার্জ ছাড়াই বাড়িতে ওয়াইফাই বসাতে পারবেন। কী ভাবে আবেদন বিস্তারিত জেনে নিন।
এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়াকে পালটা দিল বিএসএনএল। টেলিকম বাজারে নতুন অফারের ঘোষণা করেছে সংস্থা। যেই অফারের অধীনে বিনামূল্যে বাড়িতে ওয়াইফাই বসাবে বিএসএনএল। সরকার অধীনস্থ ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফারে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
অফারের মেয়াদ বাড়িয়েছে বিএসএনএল
ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইলে এটি একটি ভালো সুযোগ হতে পারে। কারণ আপনাকে কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে মেশিন সেটআপ করে দেবে বিএসএনএল। এই অফারটি গত বছরই ঘোষণা করেছিল সংস্থা। যা শেষ হয়েছে 31 মার্চ। তবে এদিন গোটা বছরের জন্য অফারের মেয়াদ বাড়িয়েছে বিএসএনএল।
নতুন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। বর্তমানে ইন্টারনেটের দরকার সকলের। স্মার্টফোন, ল্যাপটপ-সহ একাধিক ডিভাইসে চলে ইন্টারনেট। আর সেই চাহিদা পূরণ করে ব্রডব্যান্ড পরিষেবা। সেলুলার নেটওয়ার্কের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাও দিয়ে থাকে বিএসএনএল। যারা বাড়িতে নতুন ওয়াইফাই বসাতে চান তারা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
নতুন ওয়াইফাই সেট বসানোর পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট কম, সেক্ষেত্রে এই প্ল্যান বেছে নিতে পারেন। কারণ ব্রডব্যান্ড প্ল্যানের বাইরে এক টাকাও বাড়তি খরচ করতে হবে না। সাধারণত কেবিল এবং অন্যান্য ইকুইপমেন্টের জন্য একটি নির্দিষ্ট টাকা চার্জ করে সংস্থা। তবে এই অফারের সেই টাকা দিতে হবে না।
বিএসএনএল ব্রডব্যান্ড যে ভাবে আবেদন
বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল। আর দুই প্ল্যানেই পাওয়া যাচ্ছে ফ্রি ইনস্টলেশন। আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাও পারবেন। এর জন্য কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে নতুন কানেকশনের জন্য আবেদন করতে হবে।
ঠিকানা ও অন্যান্য তথ্য দিয়ে আবেদন জমা করতে হবে। বিএসএনএল ভারত ফাইবার ও এয়ার ফাইবারের অধীনে একাধিক প্ল্যান রয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট প্ল্যান বেছে নিয়ে আবেদন করতে পারেন। তবে বিএসএনএলের এই সিদ্ধান্তে কিছুটা ব্যাকফুটে জিও এবং এয়ারটেল
ব্যাকফুটে জিও ও এয়ারটেল
দেশের দুই বৃহত্তম সংস্থা জিও এবং এয়ারটেলও ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে। আর ওয়াইফাই বসাতে গেলে একটি নির্দিষ্ট টাকা ইনস্টলেশন চার্জ বাবদ দিতে হয় দুই সংস্থাকে। যা বিএসএনএলের প্ল্যানে দিতে হবে না। ফলে সংস্থার নতুন অফার ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে
বলে মনে করা হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন