Top 5 scholarship West Bengal students



Top 5 scholarship West Bengal students




মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্কলারশিপে ব্যবস্থা রয়েছে এই স্কলারশিপের টাকা দিয়ে যেকোনো শিক্ষার্থী বিনা বাধায় পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হতে পারেন ছাত্র-ছাত্রীদের জন্য এমন স্কলারশিপ এর হদিস আজ এখানে দেওয়া হচ্ছে।


সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হল তারপরেই নতুন ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই। তবে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন অর্থের কিন্তু অনেক পরিবারের সামর্থ্য নেই পড়াশোনার খরচ চালানোর মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্কলারশিপে ব্যবস্থা রয়েছে। এই স্কলারশিপে টাকা দিয়ে যেকোনো শিক্ষার্থী বিনা বাধায় পড়ার সময় চালিয়ে যেতে সক্ষম হতে পারেন ছাত্র-ছাত্রীদের জন্য এমন স্কলারশিপ এর হদিস আজ এখানে দেওয়া হচ্ছে।


উত্তর কন্যা স্কলারশিপ/ নবান্ন স্কলারশিপ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে যা আগে চিফ মিনিস্টার নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে স্থান বিশেষে তা উত্তরবঙ্গে উত্তর কন্যা স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপটির গুরুত্বপূর্ণ বিষয় হলো যেসব ছাত্রছাত্রীরা কোন কারণবশত উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষায় ৭৫ পার্সেন্ট নম্বর পাননি তাদের জন্য স্কলারশিপটি খুব সাহায্যকারী ভূমিকা পালন করে কারণ ৫৫% থেকে ৬৫% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা ও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মোটামুটি সারা বছরই আবেদন করা যায় এই স্কলারশিপের জন্য।

http://wbcmo.gov.in/donation.aspx


স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ


রাজ্য সরকার দ্বারা প্রচলিত একটি বিশেষ স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স স্কলারশিপ এই স্কলারশিপ এর জন্য বিকাশ ভবনে গিয়ে আবেদন করতে হয় তবে এই স্কলারশিপের আবেদন করার জন্য বিশেষ কিছুর শর্তগুলি প্রযোজ্য এই স্কলারশিপের আবেদন করার জন্য পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে এবং এর পাশাপাশি রাজ্য সরকারের স্কুল এবং কলেজগুলো থেকে পরীক্ষা দিতে হবে মাধ্যমিকের পঁচাত্তর পার্সেন্ট এবং উচ্চমাধ্যমিকে ৭৫ পার্সেন্ট নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে স্নাতক স্নাতক স্তর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে অনার্সের বিষয়ে পঞ্চানপার্সেন্ট নম্বর পেতে হবে এর পাশাপাশি শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ষাট হাজার কম হতে হবে তবেই এই স্কলারশিপের আবেদন করা যাবে

https://svmcm.wbhed.gov.in/



ওয়েসিস 

তপশিলি জাতি বা উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু করা হয়, বিদ্যালয় প্রাথমিক স্তর থেকে শুরু করে অর্থাৎ মাধ্যমিকের আগে থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি অর্জন করা পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয় এছাড়াও অন্যান্য টেকনিশিয়ান লাইনে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকেও এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়।


https://oasis.gov.in/


জগদীশ বসু ন্যাশনাল টেলেন্ট সার্চ স্কলারশিপ


এই স্কলারশিপ টি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য জগদীশ বসু ন্যাশনাল সাইন্স ট্যালেন্ট সার্চ ক্লাব হলো রাজ্য সরকার একটি সংস্থা। প্রতিবছর ডিসেম্বর মাসে এই সংস্থা থেকে একটি পরীক্ষায় আয়োজন করা হয়। এই পরীক্ষা মাধ্যমিকের 75 পার্সেন্ট পাওয়ার শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং গ্রেজুয়েশনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দিতে পারেন এই স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে এই স্কলারশিপ এর সুবিধা পাওয়া যায়।


https://jbnsts.ac.in/


মেরিট কাম মিনস

সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ টি চালু করা হয়েছে মাধ্যমিকের আগে থেকে শুরু করে মাস্টার ডিগ্রী অর্জন করা পর্যন্ত প্রত্যেক সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ছাত্র-ছাত্রেও এই স্কলারশিপ এর জন্য আন্দোলন করতে পারেন


https://wbchse.wb.gov.in/student/scholarship/west-bengal-govt-merit-c

um-means-scholarship-scheme/

মন্তব্যসমূহ