বর্তমানে কোন কোন পরীক্ষা আবেদন চলছে।

 এখনো পর্যন্ত কোন কোন পদে আবেদন চলছেন





(১)👉সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স,

পদের নাম:-হেড কনস্টেবল ও এস, এস,আই-

শূন্যপদ:- শূন্যপদ রয়েছে ৫৪০ টি।

যোগ্যতা:- উচ্চ মাধ্যমিক পাশ।

আবেদন শেষ তারিখ:-২৫ ই অক্টোবর , ২০২২ বিকেল ৫ টাই।

আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ।

www.cisfrectt.in



(২)👉পরীক্ষার নাম:-বিহার সিভিল কোর্টে আবেদন।

পদের নাম এবং শূন্যপদ:-বিভিন্ন পদ রয়েছে , শূন্যপদ:-৭৬৯২।

✅যোগ্যতা:-বিভিন্ন পদ অনুযায়ী এই খানে পদের কথা বলা হয়েছে।

আবেদন শেষ তারিখ:-এই খানে আবেদন শেষ তারিখ বলা হয়েছে ২০ই অক্টোবর ২০২২ রাত ১১ টা ৫৯ মিনিট।

Website:-districts.ecourts.gov.in/Patna



(৩)স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার

👉পদের নাম ও শূন্যপদ:-প্রবেশনারি অফিসার ।

মোট শূন্যপদ রয়েছে ১৬৭৩ টি।

যোগ্যতা:-  যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স:- ২১ থেকে ৩০বছর।

আবেদন শেষ তারিখ:-এই খানে আবেদন শেষ তারিখ ১২ই অক্টোবর।

Website:-www. sbi.co.in


👉(৪)ইন্ডিয়ান অয়েলে apprentice

টেকনেশিয়ান apprentice ও ট্রেড apprentice(Accountand)

✅পদের নাম ও শূন্যপদ:-টেকনেশিয়ান apprentice ও ট্রেড apprentice(Accountand) 

যোগ্যতা:-পদ অনুযায়ী 

শূন্যপদ:-১৫৩৫ টি।

আবেদন শেষ তারিখ:-২৩ই অক্টোবর ২০২২

Website:-www.iocl.com


(৫)👉পূর্ব রেলে নিয়োগ👈


পূর্ব রেলে বিভিন্ন ডিভিশনে নিয়োগ ও আবেদন শুরু হলো।


●পদের নাম ও শূন্যপদ:-পদের নাম

ফিটার ,  ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট,ওয়ারম্যান, লাইনম্যান,কার্পেন্টের,পিএন্টার,ডিজেল মেকানিক,মেশিনটুল । শূন্যপদ রয়েছে ৩,১১৫।


যোগ্যতা:-মাধমিক ৫০% নাম্বার ও ITI সার্টিফিকেট।


বয়স:-বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর।

এছাড়া SC/ST রা যথাযথ ছাড় পাবেন।


আবেদন শেষ তারিখ:-এই খানে আবেদন করতে গেলে শেষ তারিখ  বলা হয়েছে ২৯ ই অক্টোবর।


Website:-www.rrcer.com

Website        www.er.indianrailways.gov.in











মন্তব্যসমূহ