পূর্ব রেলে নিয়োগ
পূর্বে রেলে নিয়োগ
পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন ,মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন ,আর কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়াকসপ, ও জামালপুর ওয়াকসপ, হিসাবে ৩১১৫ জন লোক নিচ্ছে। নেয়া হবে এইসব ট্রেডে ফিটার ,ওয়েল্ডার ,ইলেকট্রিশিয়ান, মেশিনেস্ট, ওয়ারম্যান লাইনম্যান, কার্পেন্টার ,প্রিন্টার ডিজেল মেকানিক রেফ্রিজারেশন, এন্ড এসি মেকানিক মেকানিক মেশিন টুল।
কারা কোন পদে যোগ্য: কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা ncvt scvt অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।
তবে ওয়েলডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক সিট মেটাল ওয়াকার লাইনম্যান কার্পেন্টার ও পেইন্টার জেনারাল ক্লাস এইট পাশের পর আইটিআই থেকে এইসব ট্রেড পাস হলে সংশ্লিষ্ট ট্রেনের জন্য যোগ্য।
কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি:-
হাওড়া ডিভিশনে ৬ ৫৯ টি
শিয়াল টেলিভিশনে ৪৪০ টি
আসানসোল ডিভিশনে ৪১২টি
মালদা ডিভিশনে ১৩৮ টি
কাঁচরাপাড়া ওয়ার্কসপে ১ ৮ ৭ টি
লিলুয়া ওয়াকসপ এ ৬১২টি
জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি রয়েছে।
বয়স:-বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরে মধ্যে।
তপশিলিরা পাঁচ বছর, ওবি সি রা তিন বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, আর প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
এই পদের বিজ্ঞপ্তি নম্বর:-RRC-ER/Act Apprentices / 2022-23
১৯৬১ সালে apprentices আইন ও ১৯৬২ সালের apprentices নিয়ম অনুযায়ী ট্রেনিং।
প্রার্থী বাছাই: তখন টাইপেন পাবেন হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোন বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়ার নাম্বার দেখে আইটিআই কোর্স পাশে সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট শূন্য পদের ওয়ান দশমিক দুই পাঁচ গুণ পাট থেকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 30 সেপ্টেম্বর থেকে ২৯ শে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে
www.rrcer.com, www.er.indianrailways.gov.in
এইজন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে এই জন্য নিচের এইসব প্রমান পত্র স্ক্যান করে নেবেন:(ক) পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার,(খ) বুড়ো আঙ্গুলের ছাপ( এলটিআই )(গ)ক্লাস এইট বা মাধ্যমিক পাশের মার্কশীট, (ঘ)বয়সে প্রমাণপত্র ।আইটিআই পাশে সার্টিফিকেট কার সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট ওপরে সব প্রমাণপত্র জে পি জি স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ডেবিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এ জমা দেবেন তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবেনা এরপর স্কিন করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর system generated application form প্রিন্ট করে নেবেন ।যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১০ কপি নিজের কাছে রেখে দেবেন। আরো বিশ্বে জানতে উপ ওয়েবসাইটে।
Social Plugin