পূর্ব রেলে নিয়োগ

 

           পূর্বে রেলে নিয়োগ


            

পূর্ব রেলে শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন ,মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন ,আর কাঁচরাপাড়া ওয়ার্কশপ, লিলুয়া ওয়াকসপ, ও জামালপুর ওয়াকসপ, হিসাবে ৩১১৫ জন লোক নিচ্ছে। নেয়া হবে এইসব ট্রেডে ফিটার ,ওয়েল্ডার ,ইলেকট্রিশিয়ান, মেশিনেস্ট, ওয়ারম্যান লাইনম্যান, কার্পেন্টার ,প্রিন্টার ডিজেল মেকানিক রেফ্রিজারেশন, এন্ড এসি মেকানিক মেকানিক মেশিন টুল।


কারা কোন পদে যোগ্য: কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা ncvt scvt অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন।

তবে ওয়েলডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক সিট মেটাল ওয়াকার লাইনম্যান কার্পেন্টার ও পেইন্টার জেনারাল ক্লাস এইট পাশের পর আইটিআই থেকে এইসব ট্রেড পাস হলে সংশ্লিষ্ট ট্রেনের জন্য যোগ্য।


কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি:- 

হাওড়া ডিভিশনে ৬ ৫৯ টি

শিয়াল টেলিভিশনে ৪৪০ টি

 আসানসোল ডিভিশনে ৪১২টি 

মালদা ডিভিশনে ১৩৮ টি

 কাঁচরাপাড়া ওয়ার্কসপে ১ ৮ ৭ টি 

লিলুয়া ওয়াকসপ এ ৬১২টি 

জামালপুর ওয়ার্কশপে ৬৬৭ টি রয়েছে।


বয়স:-বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরে মধ্যে।

তপশিলিরা পাঁচ বছর, ওবি সি রা তিন বছর, প্রতিবন্ধীরা ১০ বছর, আর প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

এই পদের বিজ্ঞপ্তি নম্বর:-RRC-ER/Act Apprentices / 2022-23

১৯৬১ সালে apprentices আইন ও ১৯৬২ সালের apprentices নিয়ম অনুযায়ী ট্রেনিং।


  

প্রার্থী বাছাই: তখন টাইপেন পাবেন হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোন বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়ার নাম্বার দেখে আইটিআই কোর্স পাশে সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না মোট শূন্য পদের ওয়ান দশমিক দুই পাঁচ গুণ পাট থেকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 30 সেপ্টেম্বর থেকে ২৯ শে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে

www.rrcer.com, www.er.indianrailways.gov.in

এইজন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে এই জন্য নিচের এইসব প্রমান পত্র স্ক্যান করে নেবেন:(ক) পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার,(খ) বুড়ো আঙ্গুলের ছাপ( এলটিআই )(গ)ক্লাস এইট বা মাধ্যমিক পাশের মার্কশীট, (ঘ)বয়সে প্রমাণপত্র ।আইটিআই পাশে সার্টিফিকেট কার সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট ওপরে সব প্রমাণপত্র জে পি জি স্ক্যান করে নেবেন প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ডেবিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এ জমা দেবেন তপশিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবেনা এরপর স্কিন করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর system generated application form প্রিন্ট করে নেবেন ।যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর ১০ কপি নিজের কাছে রেখে দেবেন। আরো বিশ্বে জানতে উপ ওয়েবসাইটে।









প্রাইমারি পরীক্ষা ১১ ডিসেম্বর

এবারে প্রাইমারি পরীক্ষার মোট শূন্য পদ রয়েছে ১১ হাজারেরও বেশি নিয়োগ হবে স্বচ্ছভাবে এবার প্রার্থী বাছাই জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ও পেশাগত যোগ্যতার জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকবে। বিভাজন কিভাবে হবে তা পরে জানানো হবে এবার ইন্টারভিউ ভিডিওগ্রাফি হবে ।এন সি টি ই নিয়ম অনুযায়ী নিচের 


অন্তত যেকোনো একটি যোগ্যতা থাকলে প্রাইমারি টিচার পদের টেট পরীক্ষার জন্য যোগ্য(1) মোট অন্তত ৫০% নাম্বার পেয়ে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা, (ডি এল এড )কোস পাস হলে (২)মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি (বি এল এড )কোস পাস হলে (৩)মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোন শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা ডিপ্লোমা ইন এডুকেশন (স্পেশাল এডুকেশন )এর দু বছরে যে কোন শাখায় এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে,(৫) মোট অন্তত ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে যেকোনো শাখায় গেজুয়েটরা বিএড কোর্স পাস হলে মোট অন্তত ৫৫ পার্সেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখায় পোস্ট গ্রেজুয়েটরা ইন্টিগ্রেটেড বিএড এম এড কোর্স পাস হলে এক্ষেত্রে এন সি টি ই নতুন নিয়ম অনুযায়ী চাকরি পাওয়া দু'বছরের মধ্যে ছয় মাসের এলিমেন্টারি এডুকেশনের ব্রিজ কোর্স পাস হতে হবে) সব ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে কত তারিখে হিসাবে বয়স গুনতে হবে তা মূল বিজ্ঞপ্তিতে থাকবে। তপশিলি পাঁচ বছর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ও প্রতিবন্ধী যথারীতি বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট এর মাধ্যমে ১৫০ নম্বরের এই টেট হবে, সারা রাজ্য একই দিনে ১১ই ডিসেম্বর কোন কোন বিষয়ে কত নম্বর থাকবে তা মূল বিজ্ঞপ্তিতে জানানো হবে ।দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে: www.wbsed.gov.in , www.wbbpe.org এইজন্য বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে তখন পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার ক্যান করে নেবেন দরখাস্ত করার পর পরীক্ষাথি বাবদ নির্দিষ্ট টাকা অনলাইনে দিতে হবে কবে থেকে দরখাস্ত নেয়া হবে তা বিস্তারিত তথ্য পাবেন মূল বিজ্ঞপ্তিতে কিংবা উপরে ওয়েবসাইটে।

খাদ্য দপ্তরে নিয়োগ

 খাদ্য দপ্তর নিয়োগ

পশ্চিমবঙ্গে যেভাবে বেকার সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে তার মধ্যে নিয়োগ সংখ্যা সব থেকে কম এই মধ্যে দিয়ে খাদ্য দপ্তরে ৫০৪৩ টি ভেকেন্সি বা শূন্য পদ বেরিয়েছে। আপনি যদি বাড়িতে বেকার বসে থাকেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে আবেদন করতে গেলে যে যে যোগ্যতা গুলো প্রয়োজন ।


বেতন:- ৩৪০০০ টাকা থেকে শুরু সর্বনিম্ন ২৮০০০ হাজার টাকা।

আবেদন:-এই আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে,

কি কি ডকুমেন্ট লাগবে:-

●আধার কার্ড/ভোটার কার্ড/পানকার্ড

●মার্কশিট বা সার্টিফিকেট

●এক কপি ছবি singneture 

ছবি টা 50 kb হতে হবে এবং singneture হতে হবে 20kb


যোগ্যতা:পদঅনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে

বয়স:-এই খানে আবেদন করতে হলে সর্বাধিক 28 বছর বয়স হতে হবে এছাড়া এস সি এবং এসটি প্রার্থীদের পাঁচ বছর ও obc তিন বছর ছাড় দেওয়া হয়েছে।

কর্মী নিয়োগ প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে 100 নম্বর এরপর , পরীক্ষায় পাস করলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।


আবেদনের সময়সীমা। 

এখানে আবেদনের সময়সীমা ধার্য করা হয়েছে 5/10/ 2022

বিহারে সিভিল কোর্টে নিয়োগ

 বিহারে সিভিল কোর্টে নিয়োগ।

বিহারে সিভিল কোটি নিয়োগ বিজ্ঞপ্তি ৭৬৯২ ক্লাক ,স্টেনোগ্রাফার, কোর্ট রিডার এবং পিয়ন  পদে আবেদন শুরু হয়েছে।
নিয়োগ:- বিহার সিভিল কোর্টে পাটনা সরকারি ওয়েবসাইট districts. ecourt .Gov.in/Patna এ বিহার সিভিল কোর্টে নিয়োগ ২০২২ এ জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিহারে অভ্যাস্থন আদালত জেলা আদালতে গ্রুপ সি পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে । ২০২২ এর অধীনে ক্লাক, স্টেনোগ্রাফার, কোর্টরিডার, এবং পিয়নের পদের জন্য মোট 7692 পদ পুরন করা হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া 20শে সেপ্টেম্বর 2022 তারিখে শুরু হয়েছে এবং শেষ তারিখ 20শে অক্টোবর।
বিহার সিভিল কোর্টের শূন্য পদ:-
কেরানি :-৩৩২৫
স্টেনোগ্রাফার:-১৫৬২
আদালতে পাঠক্রম
 জবানবন্দী লেখক :-১১৩২  
পিয়ন :-১৬৭৩
যোগ্যতা:- কেরানী পদে স্নাতক 
স্টেনোগ্রাফার:- স্নাতক+স্টেনো+<টাইপিং
আদালতে পাঠক্রম
 জবানবন্দী লেখক:- স্নাতক।
পিয়ন:-দশম শ্রেণীর পাশ।
বয়স:-ক্লাক/স্টেনোগ্রাফার:- অসংরক্ষিত পুরুষ ২১ থেকে ৩৭ বছর। ও সংরক্ষিত মহিলা ২১ থেকে ৪০ বছর। তপশিলি জাতি ও উপজাতি দের বয়স ২১ থেকে ৪০ বছর হতে হবে।
পিয়ন:- ও সংরক্ষিত পুরুষ ১৮ থেকে ৩৭ ও মহিলা ১৮ থেকে ৪০ অনগ্রসর শ্রেণী ও অত্যন্ত অনগ্রসর শ্রেণী পুরুষ ১৮ থেকে ৪০ এবং মহিলা ১৮ থেকে ৪০, তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে ১৮ থেকে ৪২ বছর হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা, সাক্ষাৎকার, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা।
পরীক্ষা পদ্ধতি:- পরীক্ষা হবে অফলাইনে নেগেটিভ মার্কিং থাকবে না । সময়কাল ১.৫ ঘন্টা।
পরীক্ষা সিলেবাস:- পোস্ট কোর্ট রিডার /ক্লাক
●ইংরেজি ভাষা ও ব্যাকরণ ২০ ,
●মার্কস হিন্দি ভাষা ও ব্যাকরণ ২০ মার্কস।
● সাধারণ জ্ঞান কারেন্ট ১৫ মার্কস।
●অংক ১০ মার্কস
 ●যুক্তি ১০ মার্কস
● কম্পিউটার নলেজ ১৫ মার্কস
= মোট ৯০ মার্কসের পরীক্ষা হবে।
পিয়ন:-হিন্দি-৩৫ মার্কস
       ইংরেজি ১৫ মার্কস
          অংক ৩৫ মার্কস
        -------------------------    
           =মোট ৮৫ পরীক্ষা হবে।
●স্টেনোগ্রাফার:-
 ইংরেজি ভাষা ২৫ মার্কস
          ব্যাকরণ ১০ মার্কস
 সাধারণ জ্ঞান ও 
কারেন্ট অ্যাফেয়ার  ১০ মার্কস
       কম্পিউটার ২০ মার্কস
--------------------------------------------
            মোট=৯০ নাম্বার পরীক্ষা

গ্রুপ সি ও ডি পদে নিয়োগ

 গ্রুপ সি ও ডি শূন্যপদে যোগ্য প্রার্থীদের
নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ আদালতের
নবম-দশমে অবৈধ নিয়োগ তথ্য জানাবে সিবিআই-এসএসসি


পূজোর আগে ৯২৩ জন চাকরি প্রার্থীর ভাগ্য ফিরতে চলেছে। রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদে অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, গ্রুপ সি এবং ডি’র ক্ষেত্রে আগেই বেআইনি নিয়োগপ্রাপ্তদের চাকরি গিয়েছে। পুজোর আগেই ওই পদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যে, চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে গ্রুপ ডি’র ক্ষেত্রে ৫৭৩ জনের চাকরি বাতিল হয়েছিল। এদিন ওই ৫৭৩ টি শূন্যপদে মেধার ভিত্তিতে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইভাবে গ্রুপ সি-র ক্ষেত্রেও বেআইনি নিয়োগে চাকরি যাওয়ায় ৩৫০টি পদ খালি রয়েছে। ওই পদেও যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, বাগ কমিটি রিপোর্ট অনুযায়ী গ্রুপ ডি-র ক্ষেত্রে ৬০৯ জনের নিয়োগ বেআইনি ছিল। গ্রুপ সি’তে ৩৫০ জনকে বরখাস্ত করা হয়েছে। ওই শূন্যপদ এখনও পূরণ হয়নি। যদিও এসএসসির তরফে  জানানো হয়, এত দ্রুত এই ৯২৩ জনকে চাকরি দেওয়া সম্ভব নয়। এরপরই বিচারপতি জানিয়ে দেন, পুজোর আগে চাকরি দেওয়া সম্ভব না হলেও নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে হবে। শূন্যপদের সংখ্যা সহ বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করতে হবে। 

এদিকে, এদিনই নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এসএসসি এবং সিবিআইয়ের কাছে বেআইনি নিয়োগের তালিকা তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে ওই তালিকা চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। এদিন শুনানি চলাকালীন বিচারপতির মন্তব্য, ‘গত এপ্রিল মাস থেকে মামলা চলছে। প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পাননি। তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে তো!’ এছাড়াও বিচারপতি বলেন, ‘বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বরখাস্ত করা হবে।’ যেহেতু নবম-দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করছে সিবিআই, তাই তাদেরও বেআইনিভাবে নিয়োগ হওয়াদের তালিকা দিতে হবে। পাশাপাশি এসএসসির কাছেও এই সংক্রান্ত সমস্ত তথ্য থাকার কথা। তাই তাদেরও তালিকা পেশ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি এবং সিবিআইকে এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই দিন মামলার পরবর্তী শুনানি।


এবার দুয়ারে পশুচিকিৎসকও পরিষেবা মিলবে কলকাতা সহ বিভিন্ন জেলায়

 


এবার দুয়ারে পশুচিকিৎসকও
পরিষেবা মিলবে কলকাতা সহ বিভিন্ন জেলায়


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবেন পশুচিকিৎসক। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও এই পরিষেবা মিলবে।



মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথ জানান, দু’টি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে: ১৯৬২ এবং ১৮০০৩৪৫৫৫৭৩। ফোন করা যাবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এই নম্বরের জন্য একটি কল সেন্টার খোলা হয়েছে বিধাননগরে এই বিভাগের সদর দপ্তরে। সেখানে ফোন করে রাজ্যের যেকোনও প্রান্ত থেকে প্রাণী চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের অনুরোধ করা যাবে। ফোন করে নিজ ব্লক এবং গ্রামের নাম জানাতে হবে। সঙ্গে সঙ্গে ব্লকে নিযুক্ত দপ্তরের আধিকারি঩কের কাছে নির্দেশ যাবে, আবেদনকারীর বাড়িতে পশু চিকিৎসক পাঠানোর জন্য। 

একই সঙ্গে প্রতিটি জেলার জন্য ভ্রাম্যমাণ পশুচিকিৎসা যান চালু করা হয়েছে। এই মুহূর্তে এই ধরনের যান রয়েছে ১০৬টি। আরও ২২৬টি যান নামানো হবে। এগুলিকে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বা মোবাইল ভেটেরিনারি ইউনিট বলা হয়। রাজ্যের ৩৪৪টি ব্লকেই এসব যান পৌঁছবে।  বেলগাছিয়া এবং বিধাননগরে বিভাগের সদর দপ্তরে পোষ্যদের জন্য অত্যাধুনিক প্যাথলজি এবং অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে। শহরের বাসিন্দারা চিকিৎসার জন্য পোষ্যদের সেখানে নিয়ে যেতে পারেন। তবে অনেকের পক্ষেই গাড়ি করে পোষ্যদের সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আবেদনকারীর বাড়িতেই পশুচিকিৎসক পাঠানোর ব্যবস্থা চালু করা হচ্ছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং ও মালদহসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পশুদের জন্য মোট ১০টি পলিক্লিনিক চালু করা হয়েছে। 



লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা কবে ঢুকবে

              রাজ্য সরকার প্রকল্প


পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পমালার সাম্প্রতিক সংযোজন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারগুলিকে সাহায্য করার জন্য সরকারের এই প্রকল্প মূলত প্রত্যেক মাসে টাকা তুলে দেই দরিদ্র পরিবারের মহিলাদের হাতে। তার জন্য আবেদন করতে হয় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প।

 সেপ্টেম্বর ২০২২ রাজ্য সরকার উল্লেখ করেছে, এই পুজোর আগে এই মাসে কোন তারিখে কখন যে যে প্রকল্প গুলি আছে সেগুলো টাকা দেয়া হবে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে।


বেতন অনুদান সাম্মানিক পারিশ্রমিক চলতি মাসে 28 এবং 29 এর মধ্যে দেওয়া হবে।

আবার অক্টোবর মাসে টাকা দেওয়া হবে ২১ তারিখে।

রাজ্য সরকারের অবসর প্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ২৯ শে সেপ্টেম্বর।

এছাড়া যারা জয় জোহার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা যাদের পেনশন আছে তাদের টাকা দেয়া হবে নভেম্বরের শুরুতে পেনশন ঢুকবে।

জয় বাংলা লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা ২৬ শে সেপ্টেম্বর ঢুকবে একাউন্টে।